VISITORS

Monday, September 7, 2015

 ত্রিপুরা স্টেট কাউন্সিল ফর সায়েন্স এন্ড টেকনোলজি কর্তৃক আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত ওয়েস্ট ডিসট্রিক্ট সায়েন্স কম্যুনিকেটর্স কনক্লেভে আমন্ত্রিত হয়ে ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চের সদস্যরা উপস্থিত থাকে। উক্ত অনুষ্ঠানে গোমতী সায়েন্স ফোরাম এর পক্ষ থেকে শ্রী অয়ন সাহা গোমতী জেলায় তাদের কাজের রিপোর্ট পেশ করেন। তাদের বিভিন্ন কার্যকলাপ এক সচিত্র উপস্থাপনার মাধ্যমে প্রাঞ্জল ভাবে ব্যাখা করেন। কাজের অগ্রগতির পাশাপাশি উদয়পুরে জনৈক সাধুর জলপরা নিয়ে যে জনউন্মাদনা সৃষ্টি হয়েছে তাকে নিরসন করা যে অন্যান্য বজরুকিগুলির পর্দা ফাঁস করার মত সহজ নয় তা তার বক্তব্যে উঠে আসে। সুতরাং মাঠে নেমে বিজ্ঞান আন্দোলন করার ক্ষেত্রে প্রকৃত সমস্যাগুলি সম্পর্কে প্রশ্ন থেকেই যায়। সংগঠনের একজন সদস্য অলৌকিকতা ও কুসংস্কারের সামজিক উৎস সম্পর্কে আলোচনা করেন। বক্তার বক্ত্যবে বর্তমান সমাজে ধর্মের প্রেক্ষাপটে অলৌকিকতা কি করে টিকে আছে, শাসক শ্রেণী কিভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অলৌকিকতা ও ধর্মকে সরাসরিভাবে প্রোৎসাহিত করে টিকিয়ে রাখছে, বিজ্ঞানের সুফলগুলি থেকে কেন আজও বেশীরভাগ মানুষ বঞ্চিত রয়েছে ইত্যাদি বিভিন্ন বিষয় উঠে আসে । তিনি বলেন বিজ্ঞান আন্দোলনের কর্মীদের চেতনাগত দিক থেকে দোদুল্যমান হলে চলবে না, দৈনন্দিন বিজ্ঞানচর্চায় ব্যবহারিক ক্ষেত্রে যেসব ঘটনাগুলির সম্মুখীন আমরা হই তাকে তো দূর করতেই হবে পাশাপাশি দর্শনগত দিক থেকে কুসংস্কার সহ অলৌকিকতা টিকে থাকার আসল উৎসটিকে চিহ্নিত করে নিজেদের অবস্থান সুস্পষ্ট করতে হবে। বিজ্ঞান কর্মীদের অলৌকিকতা ও কুসংস্কারের এই উৎসগুলি সম্পর্কে সচেতন থেকে এই লড়াই চালিয়ে যেতে হবে এবং শুধুমাত্র সরকারের ভরসায় বসে না থেকে জনগণকে সংগঠিত করে তাদের সাথে নিয়ে জন আন্দোলনের মাধ্যমে এর মূলোৎপাটন করতে হবে বলে উল্লেখ করেন।অনুষ্ঠানের শেষের দিকে প্রশ্নোত্তর পর্বে দর্শকরা অংশগ্রহণ করেন। ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চের আলোচনার প্রেক্ষিতে উল্লেখযোগ্য ভাবে যে প্রশ্নগুলি দর্শকদের মাঝখান থেকে উঠে আসে তা হল- '' একদিকে বিজ্ঞানের জয়গান ও অন্যদিকে ধর্ম তথা অলৌকিকতাকে প্রমোট করা নিয়ে রাষ্ট্রের দ্বিচারিতা কেন? ",
"ত্রিপুরা রাজ্যে ট্রেড লাইসেন্সের মাধ্যমে বিভিন্ন জ্যোতিষরা যে ব্যবসা চালাচ্ছে তাদের আইনি মান্যতা কে দিচ্ছে?", "রাজ্যে রাজন্য আমল থেকে চলে আসা বলি প্রথা এখনও কেন রাষ্ট্রীয় মদতে ঘটে চলছে?" ইত্যাদি। সবশেষে ওয়েস্ট ডিসট্রিক্ট সায়েন্স ফোরাম কমিটি গঠনের মাধ্যমে সভা শেষ হয়।

No comments:

Post a Comment